ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮জনের মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়ে এবং পাঁচজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া তিনজনের সবাই ময়মনসিংহের।
এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ময়মনসিংহের এবং একজন নেত্রকোনার।
করোনা পজেটিভ মৃতরা হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আক্তারা (৪৮), ফুলপুর উপজেলার কাজিকান্দা এলাকার নুরুল ইসলাম (৭০), নান্দাইল উপজেলার ফাতেমা খাতুন (৫৫)।
করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ফিরোজা খাতুন (৬০), মুক্তাগাছা থানার আবদুল কাদের (৪৫), নান্দাইল থানার মোর্শেদ (৬২), গৌরীপুর উপজেলার নজরুল ইসলাম (৫৬), নেত্রকোনার পূর্বধলা থানার ফরিদা (৩৫)।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৪ জন। এর মধ্যে ১৭ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
এদিকে জেলায় একদিনে ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

LATEST POSTS