ত্রিশালে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ত্রিশালে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহের ত্রিশালের অলহরি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য জানান।

দুই শিশুর একজন উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরি গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে তাইয়েবা (৫) এবং অপরজন একই উপজেলার বগারবাজার এলাকার রাকিবুল ইসলামের মেয়ে রিমি আক্তার (৬)। তারা সম্পর্কে খালাতো বোন।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, শনিবার সকালে রিমি তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বেলা ১১টার দিকে তারা পরিবারের সদস‍্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে নামলে একপর্যায়ে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।