You must need to login..!
Description
শফিকুল ইসলামঃবিএমটিভি নিউজঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে রোববার (২৯ আগস্ট) বিকালে ঐতিহাসিক রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে এক শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। তিনি বলেন ১৫ আগস্ট বাঙালির বেদনার মাস ও শোকাস্রু বিসর্জনের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাক ডাকা ভোরে জাতির পিতাকে স্বপরিবারে হারিয়ে জাতি হয়েছে পিতৃহীন। আজ জাতির পিতার কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করছেন। বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত হওয়ার পথে এগিয়ে চলছে। কিন্তু জাতির পিতার পলাতক খুনিদের এখনো ফাঁসী হয়নি! তিনি দ্রুততম সময়ের মধ্যে জাতির পিতার পলাতক খুনি ও ২১ শে আগস্টের খুনিদের বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে জাতিকে কলংকমুক্ত করার দাবী জানান।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ তিনি বলেন ,১৫ আগস্ট ও ২১ শে আগস্টের খুনিরা এক ও অভিন্ন অবিলম্বে জাতির পিতার পলাতক খুনি ও ২১ শে আগস্টের খুনিদের বিচারের রায় কার্যকরের দাবি জানান সেই সাথে ঘটনার নেপথ্যে জড়িত থাকা কুশীলবদের মুখোশ উন্মোচন করে বিচারের আওতায় আনার দাবি করেন ।তিনি স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে সাম্প্রদায়িক অপশক্তি চক্রের অপতৎপরতা রুখে দিতে সবসময় সজাগ থাকার নির্দেশ দেন।
অনুষ্ঠনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে গিয়ে ২১ বার ষড়যন্ত্রকারী ঘাতকচক্রের হামলার শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। প্রধানমন্ত্রী শত সহস্র ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন। তিনি অবিলম্বে জাতির পিতার পলাতক খুনি ও ২১ শে আগস্টের খুনিদের বিচারের রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি ঘটনার নেপথ্যে জড়িত থাকা কুশীলবদের মুখোশ উন্মোচন করে বিচারের আওতায় আনার দাবি করেছেন। এই সময় তিনি বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর তৃতীয় জাতীয় সম্মেলনে আমাকে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেন। দায়িত্ব গ্রহণের পরপরই শুরু হয় করোনা মহামারী সারা পৃথিবীতে শুরু হয় লকডাউন। প্রধানমন্ত্রীর নির্দেশে ভয়কে জয় করে জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করে।
করোনা মহামারীর শুরু থেকে ময়মনসিংহেও সচেতেনতা সৃষ্টি করতে মাইকিং, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, দরিদ্র কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া, বৃক্ষরোপন ও বিতরণ, ফ্রি টেলিমেডিসিন সেবা, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা, নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং হ্যালো স্বেচ্ছাসেবক লীগের মাধ্যমে মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া অব্যাহত আছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের হাতে চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান করেছি। লাশ দাফন টিম ও সনাতন ধর্মাবলম্বীদের লাশ সৎকার টিমের নিকট সৎকার সামগ্রী প্রদান করেছি।প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করতে স্বেচ্ছাসেবক লীগ সবসময় মাঠে আছে এবং থাকবে। এই আঁধার কেটে যাবে, বাংলাদেশ করোনা ভাইরাস মুক্ত হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন আহমেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডঃ মোঃ জহিরুল হক খোকা, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ এহতেশামুল আলম,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ আমিনুল হক শামীম , বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান খান ইরান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি।
আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী, তপো গোপাল ঘোষ,সৈয়দ এহতেশামুল হক সুমন, আবু জাফর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডঃ এবিএম নুরুজ্জামান খোকন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট।আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও ময়মনসিংহ জেলাও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।