ত্রিশালে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

image

You must need to login..!

Description

নিউজ ডেস্ক,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাকে নির্যাতন করায় ছেলে আরিফ হোসেনের (২০) বিরুদ্ধে বাবা আলী হোসেনকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে আরিফ পলাতক। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

আলী হোসেনের বাড়ি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে। আরিফ স্নাতক পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, আলী হোসেন প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিন ছেলে আরিফের সামনে তাঁর (আরিফ) মাকে বাবা মারধর করতে থাকেন। এ সময় আরিফ তাঁর বাবাকে ফেরানোর চেষ্টা করেন। কথা না মানায় আরিফ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে তাঁর বাবাকে কোপ দেন। এতে গুরুতর আহত হন বাবা আলী হোসেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, খবর পেয়ে আলী হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকেই আরিফ পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।