ময়মনসিংহের ধোবাউড়ায় কর্মসৃজন কর্মসূচীসহ বিভিন্ন প্রকল্পের সোয়া ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় অতি দরিদ্রের জন্য কর্ম সংস্থান (ইজিপিপি) কর্মসুচীসহ বিভিন্ন প্রকল্পের ৮ কোটি ২৫ লাখ টাকা ৫২ হাজার ৮৬৪ টাকা আত্মসাতের অভিযোগে ৬ জন ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীসহ ৯ জনের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেছেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল। যার মামলা নং ৩/২০২১। গত ১২ সেপ্টেম্বর/২০২১ মামলাটি গ্রহণ করে আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ বিজ্ঞ বিচারক হেলাল উদ্দিন ময়মনসিংহ জেলা দুর্নীতি দমন কমিশনকে মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার আসামীরা হচ্ছেন, ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক, ৩নং গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এরশাদুল হক, ৪নং পোড়াকান্দুলীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ স্বপন তালুকদার, ৫নং গোয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, ৬নং ঘোষগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক, ৭নং বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন, ধোবাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, ধোবাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইশতিয়াক হোসাইন উজ্জল, উপজেলা প্রকৌশলী মোঃ শাহীনুর রহমানসহ আরো অজ্ঞাত ১০/১২ জন।
যেসব প্রকল্পের টাকা আত্মসাত করা হয়েছে বলে মামলা উল্লেখ করা হয়েছে এর মধ্যে ২০২০-২০২১ অর্থ বছরের অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ১ম পর্যায়ে ৬০টি প্রকল্পের নামে ২কোটি ৪৩ লাখ ১২ হাজার টাকা ও একই অর্থ বছরে ইজিপিপি ২য় পর্যায়ে ২কোটি ৪৩ লাখ ১২ হাজার টাকা আত্মসাত করেছেন। ২০২০-২০২১ অর্থ বছরে কাবিটা নগদ অর্থ ১ম পর্যায়ে ১০টি প্রকল্পের ৩৯ লাখ ৯ হাজার ৩৮ টাকা ও কাবিটা সাধারণ একই অর্থ বছরে ২য় পর্যায়ে ৯টি প্রকল্প্রের ২৮ লাখ ৭১ হাজার ৫৩১ টাকা এবং কাবিটা সাধারণ একই অর্থ বছরে ৩য় পর্যায়ে ১১টি প্রকল্পের ৫৮লাখ ৬৩ হাজার ৫৫৭ টাকা আত্মসাত করেছেন। ২০২০-২০২১ অর্থ বছরে টিআর ১ম পর্যায়ে ৪২টি প্রকল্পের ২৪ লাখ ১ হাজার ৫৬৫ টাকা ও ২০২০-২০২১ অর্থ বছরে টিআর ২য় পর্যায়ে ৩৪টি প্রকল্পের ২৪ লাখ ১ হাজার ৫৬৫ টাকা আত্মসাত করেন। এমন ১৮টি অভিযোগ রয়েছে।
মামলার আইনজীবি মোজাক্কির হোসাইন জাকির বলেন, গত ১২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করলে আজ ১৭ সেপ্টেম্বর মামলাটি আদেশ করেন।