নান্দাইলে  ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার

নান্দাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মসিংহের নান্দাইলে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) গলা কাটা লাশ উদ্ধার করেছে  পুলিশ।  বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে ।  ধারনা হচ্ছে হত্যার পর  ফেলে গেছে দুর্বৃত্তরা

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে জমিজমা দেখতে খেতে যান স্থানীয় কৃষকরা।

এ সময় ধানখেতে পাশেই গলাকাটা অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা। পরে সকাল ৮টার দিকে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে একটি চাকুও উদ্ধার করা হয় বলে জানান ওসি।

ওসি আরও বলেন, খোঁজ নিয়ে জানা গেছে লোকটি এলাকার কেউ না। অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা এখানে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।