
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলায় শহীদুল্লাহ ফকির (৭২) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার কালীবাড়ি রোড থেকে গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
গ্রেফতার শহীদুল্লাহ ফকির ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের প্রয়াত মৌলভি কমর উদ্দিন ফকিরের ছেলে। তার বাড়ি ঈশ্বরগঞ্জ হলেও তিনি ঢাকার বনানী এলাকায় একটি বাসায় থাকতেন বলে জানা গেছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের মিয়া বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ২০২০ সালের ২ নভেম্বর অভিযোগ জমা পড়ে। দায়ের করা অভিযোগটি তদন্ত করছে ট্রাইব্যুনাল।
ওসি আরও বলেন, ট্রাইবুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি প্রক্রিয়াধীন। আপাতত তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।