এবার আর ষড়যন্ত্র করে ভোটের অধিকার হরণ করা যাবে না-সৈয়দ এমরান সালেহ প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যারা বিএনপির সিরিজ বৈঠককে সিরিজ ষড়যন্ত্র বলেন,তারাই ষড়যন্ত্র করছেন। বিএনপির সিরিজ বৈঠকে জনগণ মুক্তির নিশানা দেখছে। এবার আর ষড়যন্ত্র করে ভোটের অধিকার হরণ করা যাবে না।
তিনি বলেন, যারা ষড়যন্ত্র করে ক্ষমতা আকড়ে আছে,তারা অন্যের ভালো কাজেও ষড়যন্ত্র খোঁজে। আওয়ামী লীগ নিজেদের অনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। ষড়যন্ত্র করে আর বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না।
তিনি আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর কৃষক দলের আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। পৌর কৃষক দলের আহ্বায়ক মইন উদ্দিন বাবুল এর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেনের সন্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলী আশরাফ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা হাফেজ আজিজুল হক, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ্ মোহাম্মদ আলী, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কৃষক আবদুস সাত্তার, কাজিম উদ্দিন, আবদুস সাত্তার, আবুল কাশেম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুল গণি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, ছাত্রদলের আহবায়ক নাইমুল আরেফিন পাপন।

এমরান সালেহ প্রিন্স বলেন, গ্রামে গ্রামে কৃষক দলের শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে আন্দোলনের। কৃষকরা সবচেয়ে অসহায় অবস্থায় আছে। মাথার ঘাম পায়ে ফেলে কৃষক তার উৎপাদিত পন্যের দাম পাচ্ছে না। অন্যদিকে কৃষি উপকরন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধগতিতে তারা দিশেহারা। তিনি বলেন,দুঃশাসনের কবল থেকে দেশ রক্ষায় বিএনপি আন্দোলনের কর্মসুচি দেবে। আন্দোলন সফল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন কায়েম করা হবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার