
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় কোন মৃত্যু হয়নি। করোনা উপসর্গে নিয়ে মারা গেছেন ৮ জন । শনিবার ২ অক্সটোবর সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল র্পাসন ডা: মহিউদ্দিন খান মুন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার পর্যন্ত ত ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা যায়নি। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের রেনু (৬০), সুকুমার সরকার (৭০), খুদে নেওয়াজ (৬০), নেত্রকোনা সদরের জয়া (১৬), দুর্গাপুরের হালিমা (৮০), সাইদুল (৬১), জামালপুরের মানিক (৩৮) ও কাজল রেখা (৫৫)।
ডা: মহিউদ্দিন খান মুন আরও জানান ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৬৬ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২ জন।
ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১২১ জন। এর মধ্যে ৬জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৫টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৮২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৬২ জন।