
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলপুরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে রায়হান মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রায়হান উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের ইন্নস আলীর ছেলে। এর আগে ওই দিন দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে পারতলা গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত শুক্রবার বিকেলে পারতলা গ্রামের একই গোষ্ঠীর জিন্নত আলীর ছেলে আরাফাত (১০) মোরশেদ আলীর ছেলে তাসকিনের (৭) পায়ের ওপর দিয়ে সাইকেলের চাকা উঠিয়ে দিলে কথা কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেন।
পরদিন শনিবার দুপুরে আবারও এই নিয়ে দুই নারীর কথা কাটাকাটি শুরু হলে দুইপক্ষের মারামারির ঘটনা ঘটে। এ সময় জিন্নত আলীর ভাতিজা রায়হানসহ দুইপক্ষের চারজন গুরুতর আহত হয়।
পরে আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রায়হানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
রায়হানকে ঢাকা নেওয়ার পথে মধ্যরাতেই মারা যান। ঘটনার দিন বিকেলে দুইপক্ষের দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।