মানুষ তাদের কেন ভোট দেবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ মানুষ ভোট দিতে পারছে না- বলে যারা অভিযোগ করছে তাদের কারা ভোট দেবে সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- কারা, কেন, কোন সুখের স্বপ্নে বা কোন আশার আলো দেখে বিএনপিকে ভোট দেবে? আজ এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলন করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি জানে যে তাদের আর কোনো ‘সম্ভাবনা নেই, সে কারণেই তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।
তিনি বলেন, একটা দল কীভাবে জিতবে, তার নেতৃত্বটা কোথায়? একজন এতিমের টাকা চুরি করে সাজাপ্রাপ্ত আসামি। আরেকজন গ্রেনেড হামলার মামলায় কারাদণ্ড নিয়ে দেশান্তরি, সাজাপ্রাপ্ত আসামি। জনগণ কোন ভরসায় ওই দলকে ভোট দেবে। জনগণ কখন ভোট দেয়? মানুষ দেখে ওই দলকে ভোট দিলে ক্ষমতায় কে যাবে।
বিএনপি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার বিশ্বাসই ‘হারিয়ে ফেলেছে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তারা জানে যে তাদের কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা যখন নাই, যেভাবে হোক নির্বাচনটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা, অর্থাৎ গণতন্ত্রের যে ধারাবাহিকতা অব্যাহত আছে, সেটা নষ্ট করা।
গণভবন থেকে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যুক্ত হন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাংবাদিকরা ভার্চুয়ালি প্রশ্ন করার সুযোগ পান। সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী লিখিত বক্তব্যে তার সফরের বিস্তারিত তুলে ধরেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার