ছাত্রলীগ সভাপতিকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের জেল

image

You must need to login..!

Description

‘মতিউল আলম,বিএমটিভি নিউজঃ চেক প্রতারনা  মামলায় ভালুকা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের জেল দিয়েছে জেলা দায়রা জজ আদালত । বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতের বিচারক হাবিবুল্লাহ ওই মামলার চুড়ান্ত রায় ঘোষনা করেন।

মামলার সূত্র অনুযায়ী জানা যায় ভালুকার চান্দাব গ্রামের  কামরুল ইসলাম  (চান মিয়া) ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনকে ২৪ লাখ টাকা ধার দিয়েছিলেন । টাকাগুলো ফেরত দেওয়ার কথা ছিল দু’য়েক মাসের মধ্যেই। কালক্ষেপণ করায় স্থানীয় দেন-দরবারে ২৪ লাখ টাকার মধ্যে ছাত্রলীগ সভাপতি মামুনের মায়ের হাতে দেয়া ৬ লাখ টাকার বিষয়টি অস্বীকার করে ভুক্তভোগি কামরুলকে ন্যাশনাল ব্যাংক  ভালুকা শাখার অধিনে ১৮ লাখ টাকার চেক প্রদান করে মামুন। ওই টাকা তুলতে ব্যাংকে যান কামরুল। কিন্তু মামুনের সেই ব্যাংক হিসাবে ছিলনা পর্যাপ্ত  টাকা। চেকটি ডিজঅনার হলে ভুক্তভোগি কামরুল ইসলাম (চাঁন মিয়া) ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতে চেক প্রতারনার মামলা করেন।

মামলা চলাকালে চেক দেয়ার বিষয়টি অস্বীকার করে স্বাক্ষরটি ভূয়া দাবি করে এক্সপার্টের আবেদন করলে টেস্টে হস্তরেখায় তার স্বাক্ষরের মিল পান আদালত। পরে ছাত্রলীগ সভাপতি মামুন আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করে আদালতের কাছে দ্রুত সময়ের মধ্যে টাকা পরিশোধের সময় চেয়ে নেন। দেই দিচ্ছি করে আদালতে তারিখ পরিবর্তন দীর্ঘ সময় অতিবাহিত করেন। এরইমধ্যে ভালুকা তিতাস গ্যাসের অস্থায়ী পেট্রোলম্যান ভূক্তভোগি ওই কামরুল ইসলাম আদালত পাড়ায় মামলার পেছনে দৌড়ঝাঁপ পারতে পারতে চাকরিচ্যুতও হন।
তবে বাদীপক্ষের আইনজীবী নুরুল হক বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি। বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

 

 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার