ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র মনু গ্রেফতার

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনুকে উত্তরপ্রদেশ রাজ্যের লাখিমপুর খেরি এলাকায় আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

মামলা করার পাঁচ দিন পর তাকে গ্রেফতার করা হয়। বিরোধীদের পক্ষ থেকে আশিসকে গ্রেফতারের দাবিতে আন্দোলন চলছিল। খবর এনডিটিভির।

শনিবার রাত ১১টার দিকে আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়। এর পর তাকে জেরা করতে শুরু করে পুলিশ। আশিসের নামে একটি এফআইআর করা হয়েছে।

আশিসকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, তার বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে।

শনিবার রাতে পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, তদন্তে অসহযোগিতা করছেন আশিস। সে কারণেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।

লখিমপুর খেরিতে কৃষকদের আন্দোলনে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে।

শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন আশিসের বাবা কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী অজয় মিশ্র। তিনি বলেছিলেন, ঘটনার সময় লাখিমপুর খেরিতেই ছিলেন না আশিস।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার