ময়মনসিংহ সিটিতে সোয়া ৫ কোটি টাকা ব্যয়ে ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মেয়র টিটু

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে ৫ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু । আজ সোমবার সকাল সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
এর মধ্যে রয়েছে বাকৃবি ০২ নং গেটে ৪০০ মিটার, বাকৃবি সোহরাওয়ার্দী হলের পেছনে ১৩৫০ মিটার, বাকৃবি ই/৫ কোয়ার্টার থেকে বৈশাখী চত্বর পর্যন্ত ৫০০ মিটার, বিএফআরআই পানির ট্যাংকির পেছনে ৬২০ মিটার আরসিসি সড়ক এবং বাকৃবি ১ম গেট থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত ৯০০ মিটার পাইপ ড্রেনসহ ফুটপাত নির্মাণ।

এ সময় মেয়র বলেন, জনগণের অর্থে নির্মিত সড়ক, ড্রেন বা কোন উন্নয়ন কাজের যথাযথ মান অব্যশই নিশ্চিত করতে হবে। মানের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটির মানুষের বিষয়ে আন্তরিক। তিনি সিটি কর্পোরেশন দিয়েছেন এবং সিটির মানুষের উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প দিয়েছেন। এসব প্রকল্প যথাযথ বাস্তবায়নে কোথাও কোন দুর্বলতা দেখা দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-০৩ সামীমা আক্তার, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মোস্তফা ফারুক, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল হক, সহকারী প্রকৌশলী মো: জসিম উদ্দিন, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।