করোনায় ১৮ মাসে ঢাকায় প্রথম মৃত্যুহীন দিন

করোনায় ১৮ মাসে ঢাকায় প্রথম মৃত্যুহীন দিন

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ দেশে করোনা শুরুর পর গত ১৮ মাসের মধ্যে প্রথমবার ঢাকা বিভাগে একদিনে কেউ মারা যাননি। ​গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগসহ দেশের পাঁচ বিভাগে করোনায় কোন মৃত্যু হয়নি। এ সময়ে দেশে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৮ জন। আগের দিনের তুলনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে।
​বাংলাদেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। তার দশ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর জানা যায়। মহামারী শুরুর পর সর্বশেষ ২০২০ সালের ৩ এপ্রিল মৃত্যুহীন দিন দেখেছিল বাংলাদেশ। প্রথম মৃত্যু, প্রথম সংক্রমণ সব ঢাকা বিভাগেই ছিল।
এ পর্যন্ত সংক্রমণ, মৃত্যু সব চেয়ে বেশি ঢাকাতেই।

মহামারীর এই পুরোটা সময়ে সব মিলিয়ে ২৭ হাজার ৭৯১ জনের মৃত্যুর তথ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।তাদের মধ্যে ১২ হাজার ১১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যা মোট মৃত্যুর ৪৪ শতাংশ