ময়মনিসংহে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪ঃ আহত ১৩

image

You must need to login..!

Description

মতিউল আলম,বিএমটিভি নিউজঃ ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহে আবারও পৃথক ২টি সড়ক দুঘর্টনায় ৪ জন নিহত হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় যাত্রীবাহী লেগুনার সঙ্গে ট্রাকের সংঘর্ষে রিমা (২০) ও সাব্বির (২৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকালে ত্রিশালে উপজেলার বগারবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহত সাব্বির ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের নবী হোসেনের ছেলে এবং রিমা একই গ্রামের আলাউদ্দিনের মেয়ে। ২ জনই ভালুকার মুলতাজিম স্পিনিং মিলে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি লেগুনা বগারবাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতিতে আসা ঢাকাগামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে অন্তত ১২ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে মারা  যান তারা। ওসি আরও জানান, ঘটনার পরই ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে। লেগুনাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।  কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, আকুয়া বাইপাস এলাকায় র্যাব-১৪ কার্যালয়ের সামনে মুক্তাগাছাগামী একটি ট্রাকের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায় এবং হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। নিহতদের দু’জনই পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পরে ট্রাকটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার