কনস্টেবল নিয়োগে ডিআইজি পরিচয়ে প্রতারনার অভিযোগে  প্রতারক  গ্রেফতার

কনস্টেবল নিয়োগে ডিআইজি পরিচয়ে প্রতারনার অভিযোগে প্রতারক গ্রেফতার

October 27, 2021 382 Views

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২১ এ ডিআইজি পরিচয় দিয়ে প্রতারনার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, যোগ্য, দক্ষ, মেধাবী আগ্রহী প্রার্থীদেরকে খুজে বের করতে সমপোযোগী ও আধুনিক পদ্ধতি অনুসরণ করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২১ চলমান রয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন করা আগ্রহী প্রার্থীদেরকে চাকরী পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে একদল প্রতারকচক্র প্রতারনার ফাঁদ তৈরী করে। ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাঁশাটি গ্রামের মৃত গোলাম রব্বানী এর ছেলে কামরুল হাসান (৪৫) একটি প্রতারনাচক্র গড়ে তুলে।
ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান এর, নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশ ময়মনসিংহ প্রতারনাচক্র আটক করতে অভিযান পরিচালনা করে। আগ্রহী চাকরী প্রার্থী ও তাদের পরিবারের নিকট মোবাইল ফোনে ডিআইজি পরিচয় দেয়া প্রতারক কামরুল হাসান (৪৫) কে ২৬/১০/২০২১ তারিখ ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। প্রতারক মোঃ জালাল উদ্দিন (৭৫), রফিকুল ইসলাম (৫০) ও আঃ কাদির (৫৫) গনদের সমন্বয়ে ফুলপুর থানা এলাকা হতে পুলিশ কনস্টেবল পদের জন্য আগ্রহী প্রার্থী সংগ্রহ করে এবং ঢাকা উত্তরা নিয়ে একটি ক্লিনিকে ডাক্তারী পরীক্ষা করিয়ে কামরুল হাসান (৪৫) প্রার্থীদের মধ্যে বিশ্বাস স্থাপনের কৌশল অবলম্বন করে। লোকচোক্ষ্যের আড়ালে থেকে কামরুল হাসানা (৪৫) পুলিশ কনস্টেবল পদে চাকরী পাইয়ে দেয়ার প্রলোভন দিয়ে চাকরী প্রার্থী ও তাদের পরিবারকে প্রতারনার ফাদেঁ ফেলে অর্থ আত্মসাৎ করে। জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ ইতোপূর্বে প্রতারক মোঃ জালাল উদ্দিন (৭৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। প্রতারকচক্রের পলাতক সদস্যদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সাম্প্রতিক