স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব প্রশাসন ক্যাডারের অত্যন্ত চৌকচ ও সুদক্ষ কর্মকর্তা সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ঢাকার বর্তমান কমিশনার মোঃ খলিলুর রহমান সচিব পদে পদোন্নতি পাওয়ায় তার স্থলাভিসিক্ত হচ্ছেন।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপ-সচিব কে. এম আলআমীন স্বাক্ষরিত ২৮ অক্টোবর প্রকাশিত এক প্রজ্ঞাপণে এই নিয়োগাদেশ দেয়া হয়।
দুই বিভাগে বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালনকারী ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের অন্যতম সৌভাগ্যবান মোঃ খলিলুর রহমান পেশাগত জীবনে সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত। মোঃ খলিলুর রহমান নাটোর ও ময়মনসিংহ জেলার সাবেক সফল জেলা প্রশাসক, সিলেট বিভাগের সফল বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রশাসন ক্যাডারের সুদক্ষ ও চৌকসকর্মকর্তা মোঃ খলিলুর রহমানকে ঢাকার বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, উপদেষ্টা, রেজিষ্ট্রার, জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ও পেশাজীবীসংগঠনের নেতৃবৃন্দ।
অভিনন্দন বিবৃতিতাদাগণ হলেন- বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগসহ-সভাপতি ময়মনসিংহ চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআইএরসহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি, বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা, বাকৃবি অ্যালামনাই এসোসিযেশন ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এরযুগ্ম মহাসচিব প্রফেসর ড. এ. এক এম জাকির হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কালাম, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যালপ্র্যাকটিশনার্স এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ প্রাইভেটক্লিনিক ও ডায়াগনোস্টিক অনার্স এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট চক্ষুবিশেষজ্ঞ ডাঃ হরিশংকর দাশ, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ এইচ. এ গোলান্দাজ তারা, গণকণল্যাণ পরিষদ (জিকেপি) নির্বাহী পরিচালক, শম্ভুগঞ্জ জিকেপি অনার্স কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ.এম. এ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম প্রমূখ।