
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলপুরে ছেলের লাঠির আঘাতে বাবা আবুল হাসেম (৪৬) এর মৃত্যু হয়েছে। সোমবার (১ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, উপজেলার মাটিচাপুর গ্রামে সোমবার (১ নভেম্বর) সকালে পারিবারিক কলহের জেরে বড় ছেলে মামুন মিয়ার সাথে তার বাবা আবুল হাসেমের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন তার বাবার মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করেন। এতে আবুল হাসেম গুরুতর আহত হন।
ওসি আরও বলেন, আহত অবস্থায় স্থানীয়রা আবুল হাসেমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি আব্দুল্লাহ আল মামুন।