প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কীটনাশক পানে কলেজছাত্রের আত্মহত্যা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কীটনাশক পান করে জীবন মিয়া (১৯) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। মঙ্গলবার (০২ নভেম্বর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জীবন মিয়া উপজেলার পয়ারী এলাকার রুহুল আমিনের ছোট ছেলে। ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে এবার তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জীবন মিয়া একই উপজেলার এক স্কুলছাত্রীকে পছন্দ করতেন। রোববার (৩১ অক্টোবর) জীবন ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে। এ ঘটনার পরদিন সোমবার (০১ নভেম্বর) ভোরে বাড়ির সবার অজান্তে কীটনাশক পান করেন জীবন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০২ নভেম্বর) রাতে জীবনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।