টানা ছয় বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন এম সুরুজ মিয়া

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ টানা ছয় বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন এম সুরুজ মিয়া। ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের ভূবনকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৪১৬ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন। এ নিয়ে তিনিএম সুরুজ মিয়া ১৯৯২ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফা নির্বাচনে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট উপজেলা নির্বাচন অফিসার জন কেনেথ রিছিল। তিনি জানান, ২৭২ ভোট বেশি পেয়ে ভূবনকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এম সুরুজ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে রমজান আলী জহির পেয়েছেন ৬১৪৪ ভোট।

১৯৯২ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর ধারাবাহিকভাবে টানা ছয় বার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কড়ইতলী স্থলবন্দরে সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন।

নির্বাচনে বিজয়ী হয়ে সুরুজ মিয়া বলেন, এ জয় সততার জয়। টানা ছয় বার চেয়ারম্যান পদে নির্বাচিত করায় তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।