জুয়ার আসর পুড়িয়ে দিল কোতোয়ালী পুলিশ ঃ গ্রেফতার ২

জুয়ার আসর পুড়িয়ে দিল কোতোয়ালী পুলিশ ঃ গ্রেফতার ২

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সদরের সিরতার চর ভবানীপুর অভিযান চালিয়ে জুয়ার আসর পুড়িয়ে দিল কোতোয়ালী থানা পুলিশ। এসময় জড়িত ২জনকে গ্রেফতার করেছে। কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার বিকালে   জেলা সদরের সিরতা চর ভবানীপুরে খোলা মাঠে অস্থায়ী ঘর তুলে এই জুয়ার আসর চলছিল। এ সময় রাজন ও রফিকুল ইসলাম নামে দুই জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে রবিবার গোপন সুত্রে খবর পাওয়া যায়, সিরতা চর ভবানীপুরে এক শ্রেণীর জুয়ারিচক্র ধান কাটা শেষ হওয়ায় খোলা মাঠে পলিথিন, খড় ও চাটাই দিয়ে অস্থায়ী ঘর তুলে রমরমা জুয়ার আসর পরিচালনা করছে। রবিবার বিকালে এস আই নিরুপম নাগ ও মিনহাজ উদ্দিনের নেতৃত্বে কোতোয়ালী পুলিশের একটি দল অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীদের অধিকাংশ পালিয়ে যায়। এ সময় দুই জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। পরে স্থানীয়দের উপস্থিতিতে জুয়াড়িদের উঠানো ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ। জুয়ার আসর পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাধারণ লোকজন পুলিশকে সাধুবাদ জানায়। তারা দাবি করেছেন এই প্রথম ঐ অঞ্চলে জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশ। স্থানীয়রা আরো জানান, আমন মৌসুমের ধান কাটা চলছে। অনেক এলাকায় প্রায় শেষ। ধান কাটার ফলে শুকনা মৌসুমে ফাকা মাঠ সৃষ্টি হওয়ায় জুয়ারীচক্র খোলা মাঠে অস্থায়ী ঘর তুলে আনাচে কানাচে জুয়া খেলা শুরু করেছে। এ জন্য পুলিশকে কঠোর হতে দাবি করা হয়েছে।