You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ময়মনসিংহ কর অঞ্চল ১টি সিটি করপোরেশনসহ ৫জেলায় ৪২ জন সর্বোচ্চ করদাতা ও দীর্ঘ সময় ধরে কর প্রদানকারীকে সম্মাননা ও সনদ প্রদান করেছেন। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ শিল্পকলা একাডেমী হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো শফিকুর রেজা, পুলিশের রেঞ্জ ডিআইজি ব্যারিষ্টার হারুন অর রশিদ, ময়মনসিংহ জেলা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এড সাদিক হোসেন, ময়মনসিংহের সর্বোচ্চ করদাতা মোঃ খন্দকার মাহবুবুল আলম, মোঃ মাহবুব রেজা করিম ও মোঃ ফজলুল হক হুজন, জামালপুরের সর্বোচ্চ করদাতা ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ চৌধুরী ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা প্রমুখ।এর আগে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার ড. মোঃ সামছুল আরেফিন।
ময়মনসিংহ সিটি করপোরেশন ও ৫ জেলার তিনজন সর্বোচ্চ করদাতা, দুজন দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী এবং একজন করে নারী ও তরুণ করদাতাকে মনোনীত করা হয়েছে। সব মিলিয়ে ৪২ জন করদাতাকে এবার বিশেষ এই সম্মাননা প্রদান করা হয়।।
ময়মনসিংহ সিটি করপোরেশনে মাহবুবুল আলম, খন্দকার মাহবুব আলম ও ফজলুল হক হুজন ও ময়মনসিংহ জেলা পর্যায়ে ময়মনসিংহে মাহবুব রেজা করিম, মোঃ মাসুদ হোসাইন ও মোঃ আবু নোমানকে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পান। জেলা পর্যায়ে শেরপুরে আক্রাম হোসেন, নেত্রকোনায় কামরুল ইসলাম, কিশোরগঞ্জে মুশফিকুর রহমান, জামালপুরে ফারুক আহম্মেদ চৌধুরী, সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য ২০১৬ সাল থেকে সিটি করপোরেশন ও জেলা পর্যায়েও সেরা করদাতাদের সম্মাননা দিচ্ছে এনবিআর।