You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া ও মাদকসহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে পুলিশ কাজ করছে। এই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) আশিকুল হাসান এর নেতৃত্বে কোতোয়ালীর শম্ভুগঞ্জ বাজারের হারুন মন্ডল প্লাজার আন্ডার গ্রাউন্ড মাকেটের তীর্থ টেলিকম নামক ইলেকট্রনিক্স দোকানের ভেতর হতে পর্নোগ্রাফি ভিডিওসহ ০১টি সচল কম্পিউটারের সিপিইউ সহ পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে দূর্জয় চন্দ্র সরকার ওরফে দূর্জয় দেব (১৯) গ্রেফতার করা হয়েছে। সে নেত্রকোনার মোহনগঞ্জ, থানার বরকুট সমাজ এর চিত্তরঞ্জন সরকারের পুত্র।
এসআই(নিঃ) অমিত হাসান এর নেতৃত্বে কোতোয়ালীর সম্ভুগঞ্জ ব্রিজ টোলপ্লাজা সংলগ্ন হতে ১২ (বার) বোতল ভারতীয় মদ, টাচ মোবাইল ওনগদ টাকাসহ রাসেল আহমেদ @রানা(২২)কে গ্রেফতার করা হয়। নেত্রকোনা দূর্গাপুর মেনকী ফানদার আবুল কালামের পুত্র।
এসআই(নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে কোতোয়ালীর বাঘমারা মেডিকেল গেইট হতে ডাকাতির চেষ্টায় সন্দিগ্ধ আসামী মোঃ শহিদ (৩৩)কে গ্রেফতার করা হয় । সে,কোতোয়ালী সাং-আটানী পুকুরপাড়, মৃত-ইউসুফ আলীর পুত্র।
এএসআই(নিঃ) মনিরুজ্জমান এর নেতৃত্বে কোতোয়ালীর চর জেলখানা এলাকা হতে সিআর পরোয়ানাভূক্ত আসামী চর জেলখানার রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কামাল হোসেন এর নেতৃত্বে কোতোয়ালীর মাইজবাড়ী হতে নগদ ১৫৪০/- (এক হাজার পাঁচশত চল্লিশ) টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত ৭০
(সত্তর) টি তাস সহ ৫জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।
জুয়াড়ীরা হচ্ছেন মোঃ ফজলুল হক(৫৫) জুলহাস (৩৫), খোরশেদুজ্জামান (৩৫), শফিকুল ইসলাম (৪০) ও আঃ বাছেদ বাচ্চু (৫২), সর্ব সাং-মাইজ বাড়ী, সর্ব কোতোয়ালী-ময়মনসিংহ।
এসআই(নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্বে কোতোয়ালীর পাটগুদাম ব্রীজ মোড় সরকারী পাকা রাস্তার উপরে উচ্চ স্বরে চিল্লা হেল্লা করে জনসাধারনের চলাচলের অসুবিধা সৃষ্টি করার অপরাধে ০৫জন কে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার করিয়া বিজ্ঞ্ আদালতে প্রেরন করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রফিকুল ইসলাম @ রফিক (৩৬), কুমারগাতা থানা-মুক্তাগাছা, এপি/সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প, সোহাগ মিয়া (২৫), ভাঙ্গামারীচর, থানা-গৌরীপুর এপি/সাং-থানাঘাট বস্তি সুমন মিয়া (৩১), আহাদুল হক(২৮), উভয় সাং-বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। সর্বমোট ১৩ জন আসামীদের প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।