বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিবস বাংলাদেশে প্রথম উদযাপন করলো ময়মনসিংহ বাউল সমিতি

image

You must need to login..!

Description

মতিউল আলম  বিএমটিভি নিউজঃ   বাংলাদেশের ঐতিহ্যবাহী বাউল গানকে মানবতার ধারক হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই বানী সকলের কাছে পৌছে দিতে ময়মনসিংহ বাউল সমিতির উদ্যোগে ” বিশ্ব মানবতার ঐতিহ্যের ধারক বাউল গান ” এই শিরোনামে আয়োজন করা হয় আলোচনা ও বাউল গানের।
জাতিসংঘের সহযোগী সংস্থা” ইউনেস্কো” ২০০৫ সালের ২৭ নভেম্বর সারা বিশ্বের বাক ও বিমূর্ত ঐতিহ্য চিহ্নিত করতে গিয়ে বাউল গানকে অসাধারণ সৃষ্টি বলে আখ্যা দেয়। বিশ্বের ৪৩টি বাক ও বিমুর্ত ঐতিহ্যের মধ্যে বাাংলাদেশের ঐতিহ্যবাহী বাউল গানকে বাক ও বিমুর্ত ঐতিহ্য হিসাবে স্বীকৃতি প্রদান করে।
২০০৮ সালে ইউনেস্কো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাউল গানকে বিশ্ব মানবতার ঐতিহ্যের ধারক বলে ঘোষণা দেয়।


বিগত ২৭ নভেম্বর বুধবার ময়মনসিংহ বাউল সমিতি উক্ত ঐতিহ্যের স্বীকৃতি দিবসটিকে বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপনে উদ্যোগ গ্রহন করে। এ প্রসঙ্গে অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির সাধারন সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন, ” দীর্ঘ ১৬ বছরের মধ্যে দিবসটি উদযাপনে সরকারী বা বেসরকারিভাবে কোন প্রতিষ্ঠান বা সংগঠন দিবসটি নিয়ে আয়োজনের কোন প্রয়োজন অনুভব করেনি। ময়মনসিংহ বাউল সমিতি দিবসটির তাৎপর্য তুলে ধরে আগামীতে দিবসটি নিয়ে বড়সর আয়োজনের পরিকল্পনা গ্রহন করেছি।

মরমী গীতিকবি জালাল উদ্দিন খাঁ রচিত দেশের গান ” জীবন আমার ধন্য যে হায়, জনম বাংলা মায়ের কুলে ” গানটি দিয়ে শিল্পী জয়িতা অর্পা ও তার দলের পরিবেশনের মাধ্যমে আয়োজনটির শুরু হয়। সুচনাপর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি দিল দেওয়ান বোস্তাম। মানবতা ও বাউল গান নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযুদ্ধা বিমল পাল, লোক সংস্কৃতি গবেষক ও জেলা শিল্পকলা একাডেমী সম্মাননাপ্রাপ্ত গুনী বাঁশীবাদক এ কে এম শাহাবুদ্দিন খাঁ, বিশিষ্ট লোক সংগীত শিল্পী ও সংগঠক শাহ্ সাইফুল আলম পান্নু সমাজী এবং মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ইংরেজীর প্রভাষক তারিকুল গনি। দিবসটি নিয়ে অনুভুতি ব্যাক্ত করেন অভিনেতা ও মডেল কামরুল আহসান, বিশিষ্ট সংস্কৃতি সেবক ও ব্যবসায়ী শাহাবুদ্দিন আহমেদ।

শুদ্ধাচার ও সম্প্রীতির প্রতীক বাউল গানের চর্চাকে প্রসারিত করতে প্রবীণ বাউল আহমদ আলী, বাউল মফিজ মিয়া, বাউল মিলন সরকার, বাউল আব্দুল মজিদ, বাউল ছফর উদ্দিন পরিবেশন করেন মহাজনী গান।
এশিয়ান মিউজিক মিউজিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে নতুন প্রজন্মের বাউল শিল্পীদের গানও সকলকে মুগ্ধ করে। যাদের মধ্যে বাউল সাবিনা, লামিয়া সরকার, বাউলা মিজান, সোহেল দেওয়ান, বাউল আজাদ, বাউল সৃষ্টি সরকার , বাউল তানিয়া, বাউল সজীব সরকার এবং শিশুশিল্পী বৃষ্টি ও নাঈম এর গান উল্লেখ করার মতো। বাউল গানের আয়োজনটির সমন্বয় করেন রাজকুমার দাস। বাদ্যযন্ত্রে সঙ্গতকারী হিসাবে ছিলেন, হারমোনিয়ামে আব্দুল কাদির, বাঁশীতে তপু, ব্যান্জোতে সাইদুল,খমক বাদনে বাউলা মিজান, ঢোল বাদনে সুজন ও শরীফ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার