
You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজঃ বদলে যাচ্ছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মামলা ও জিডি করতে এখন আর টাকা-পয়সা লাগে না এবং সেবা পেতে পুলিশী হয়রানি শিকার হতে হয়না। গত ১০০ দিনে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। পুলিশের আচরনে এসেছে পরিবর্তন। খবর পাওয়ার সাথে সাথে এখন পুলিশ ঘটনাস্থলে পৌছে যায়। বেড়েছে সেবার মান। কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ১০০ দিনে ১ কোটি ৭৫ লাখ সাড়ে ৭ হাজার কোটি টাকার মাদকসহ ২৬৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া সাজাপ্রাপ্ত ৮১ জন আসামীসহ বিভিন্ন গ্রেফতারী পরোয়ানায় ৬৩৪ জন আসামীকে গ্রেফতার করেছে। যা বিগত ১০০ দিনের তুলনায় দ্বিগুণ। গত ১০০ দিন আগে শাহ কামাল আকন্দ বর্তমান কোতোয়ালী মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন। জেলা পুলিশের মুল্যায়নে কাজের স্বীকৃতি হিসেবে তিনি প্রতিমাসেই সেরা ওসি হিসেবে পুরস্কৃত হচ্ছেন। অনুসন্ধানে এমনি তথ্য মিলেছে।
আরো আইনশংখলা উন্নয়নে ও পুলিশী সেবার মান বাড়াতে গত ২৯নভেম্বর রাতে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। প্রেসক্লাবের সাধারণ সাধারণ সম্পাদক বাবুল হোসেনের পরিচালনায় সাংবাদিক নেতৃবৃন্দ আইনশৃংখলা উন্নয়নে আরো কি করনীয় সম্পর্কে আলোচনা করেন এবং পরামর্শ দেন। সাংবাদিকরা যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করা, রাস্তার উপর গাড়ি স্ট্যান্ড উচ্ছেদ করা, মাদক ও চুরি, ছিনতাই বন্ধে আরো পুলিশী তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন।
এসময় ওসি শাহ কামাল আরো জানান, নিয়মিত মামলা রুজু হয়েছে ৩৮৩টি এর মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ৩৯৮টি, অপমৃত্যু মামলা রুজু হয়েছে ২৪টি এবং নিস্পত্তি হয়েছে ২৫টি। এর মধ্যে অপহৃত ভিকটিম ও নিখোঁজ উদ্ধার করা হয়েছে ৩৫ জন। অপরদেিক ডাকাতি প্রস্তুতি মামলায় ৩৯ জন, দস্যুতা প্রস্তুতি মামলায় ১৩ জন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামী ২৭ জন, চুরি মামলার আসামী ১৮জন, অপহরন মামলার আসামী ৭ জন, চোরাচালান ৯ জন, খুন মামলার আসামী ১৩জন, ছিনতারী ২০ জন, নিয়মিত মামলার আসামী ৩৬৪ জনসহ ৫২০ জন আসামীকে গ্রেফতার করা হয়। অপরদেিক জিআর ও সিআর পরোয়ানামূলে ৫৫৩টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়। একই সাথে সাজাপ্রাপ্ত পলাতক ৮১টি গ্রেফতারী পরোয়াানা নিষ্পত্তিসহ ৬৩৪টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি হয়েছে। যা অতীতের তুলনায় দ্বিগুণ।
নগরবাসির মতে, ওসি শাহ্ কামাল আকন্দ কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর থেকে কোতোয়ালী থানা পুলিশ ও ফোর্সদের মধ্যে আচারণ পরিবর্তন এসেছে। থানায় জিডি করতে এখন হয়রানি স্বীকার হতে হয়না ও টাকা ছাড়া জিডি লিপিবদ্ধ করা যায়। মামলা রুজু করতে এখন হয়রানি শিকার হতে হয়না। লাগেনা টাকা-পয়সা। দালাল ছাড়া প্রকৃত ঘটনায় মামলা রুজু হয়। ময়মনসিংহ শহরে ছিনতাই হ্রাস পেয়েছে। যা উল্লেখযোগ্য বিষয়। হোস্টেলে ছাত্রদের সাথে নবাগত ওসি সাথে মতবিনিময়ে হোস্টেলে এখন চাঁদাবাজি সন্ত্রাসী কোন সন্ত্রাসীর মত কোন ঘটনা নেই বললেই চলে। সবশেষে ওসি শাহ কামাল আকন্দ বিভাগীয় নগরীর আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেছেন।
এ সময় তিনি বলেন, ৭টি থানার সমান জনসংখ্যার ময়মনসিংহ বিভাগীয় নগরী ৩৩টি ওয়ার্ড সদর উপজেলার ৫টি ইউনিয়নের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে বিট পুলিশিং জোরদার করা হয়। এ সময় ১৭টি বিট পুলিশিং মিটিং করেন। অটোচালক ও মালিকদের সাথে সতর্কতামূলক মতবিনিময় করা হয়। যার ফলে চালক ও মালিকরা প্রতিকার পাচ্ছে চালকরা। রোধ হয়েছে অটো চুরি, ছিনতাইসহ চালকদের জীবন রোধ হয়েছে। নগরীর দোকান মালিক সমিতির ব্যক্তিবর্গদের সহিত সার্বিক আইন শৃংখলা সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করা হয়।
ওসি শাহ কামাল বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের দিক-নির্দেশনায় কোতোয়ালী পুলিশের প্রচেষ্টায় শারদীয় দূর্গাপূজা/২০২১ মোট ১১০টি পূজা মন্ডপের নিরাপত্তায় বিট পুলিশিংয়ের কর্মতৎপরতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মালম্বিরা পূজা উদযাপন করেন। দূর্গোৎসবকালে কুমিল্লার অনাকাঙ্খিত ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে আইন শৃংখলার অবনতি হলেও বিভাগীয় সদরে হিন্দু ধর্মালম্বীদের মানবন্ধন, র্যালী, মিছিল, প্রতিবাদ সভা, দায়িত্ব পালন, আইন শৃংখলা স্বাভাবিক, ধৈর্যের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
ওসি শাহ কামাল বলেন, এসব সাফল্যের পিছনে অবদান আমার অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের। তাঁর নেতৃত্বে ও দিক-নির্দেশনায় কোতোয়ালী থানার সর্ব স্তরের কর্মকতা ও প্রতিটি পুলিশ সদস্যের প্রচেষ্টায় সম্ভব হচ্ছে।