ময়মনসিংহে ডিবির অভিযানে ২৫ জুয়ারি গ্রেফতার

ময়মনসিংহে ডিবির অভিযানে ২৫ জুয়ারি গ্রেফতার

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় জুয়ার সরঞ্জামসহ ২৫ জুয়ারিকে গ্রেফতার করেছে।শনিবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুুলিশ।
ডিবি ওসি মোঃ সফিকুল ইসলাম জানান,, ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনায় জুয়া ও মাদক নিয়ন্ত্রণের অংশ হিসেবে এসআই(নিঃ) মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার গাগলা দক্ষিণপাড়া এলাকায় টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি ফেরদৌস মিয়া (৩৫), সাং- গাগলা, জামাল মিয়া (৩৫), সাং-গাগলা, মাহাবুব (৪২),সাং-মাওহা, শহিদ (৩৮), সাং-কান্দা, সর্ব থানা-গৌরীপুর, বাচ্চু মিয়া (৫০), সাং-বনাটি, আতাউর রহমান (৩০),সাং- বাহেরা বানাইল, উভয় থানা-নান্দাইল,ময়মনসিংহ। মানিক চন্দ্র দাস (৩৭),, সাং- আশু জিয়া, করিম মিয়া (৫০), সাং-বলয় শিমুল, অলিউল্লাহ (৪১), সাং-বলয় শিমুল, নুরুল (৩২), সাং-ছিয়ালী, সর্ব থানা-কেন্দুয়া, কেনু মিয়া (৩৪), সাং-বিলকাউশি, থানা-পূর্বধলা, নেত্রকোণা। মোস্তফা (৪৫), সাং-ধলা, শারজুল (৪৩), সাং-সেকান্দর নগর, কাঞ্চন মিয়া (৩৫),সাং-বেলংকা, সর্ব থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ গ্রেফতার করেন।


এসআই(নিঃ) শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চরঈশ্বরদিয়া এলাকায় টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি স্বপন মিয়া(২৪), হারুন(৩৫), আঃ রশিদ(২৭), মাসুদ (২৮), সোলেমান (৩৯), রফিকুল ইসলাম (৪২), মিজানুর রহমান (৩২), আলমগীর হোসেন (২৫),সর্ব সাং-চরঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং এসআই(নিঃ) মোঃ জাকির হোসেন সংগীয়অফিসার ফোর্সসহ ত্রিশাল থানার মাঝিপাড়া এলাকায় টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি আঃকাদের জিলানী (৩৬), সাং-দরিরামপুর, ইলিয়াছ আহম্মেদ (২৬), সাং-ধানীখোলা ভাওয়ালীপাড়া, আমির হামজা ওরফে আমিরুল (৩৭), সাং-হরিরামপুর, সর্ব থানা-ত্রিশাল,ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়ারিদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।