বিগত ১২ বছরে মানুষের মাথা পিছু আয় বেড়েছে ৫ গুণ- ময়মনসিংহে সালমান এফ রহমান

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ  প্রধানমন্ত্রীর শিল্প ও বিদেশী বিনিযোগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, স্বাধীনতা ৩৮ বছরে যা উন্নয়ন হয়েছে। বিগত ১২ বছরে তার চেয়ে ৫গুণ বেশী উন্নয়ন হয়েছে। ৩৮ বছর আগে মানুষের মাথা পিছু আয় ছিল ৫’শ ডলার এখন তা বেড়ে মাথা পিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫’শ ডলার। বিদেশীদের প্রশ্ন করে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিকভাবে এত উন্নতির পিছনে কি ম্যাজিক আছে, তা তারা জানতে চায়। আমি বলেছি, আমাদের ম্যাজিক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন হলে দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ময়মনসিংহ অঞ্চলে শিল্পায়নে সম্ভাবনা-স্ংকট-সমাধান বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই-এর সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপি এর সভাপতিত্বে মতবিনিয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু, আনোয়াারুল আবেদীন তুহিন এমপি, মনিরা সুলতানা মনি এমপি, কাজিম উদ্দিন ধনু এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক আব্দুল হালিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কে এম গালিব খান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এড, জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শিল্পপতি বাদশা মিয়া, শিল্পপতি এম এ রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা।

সালমান এফ রহমান এমপি আরো বলেন, জিডিপি এখন ৪শ বিলিয়ন ডলার। ৯৬ সনে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে বে সরকারি খাতকে গুরুত্ব দেয়ায় অাজ বিদ্যুৎ, মোবাইল,টিভি,বিমান,ব্যাংক সহ অনেক খাত বে সরকারি পর্যায়ে এগিয়ে চলেছে।
সরকার সহায়তা দিচ্ছে। নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে। ডিজিটাল বাংলাদেশ এখন ১০ লক্ষ ফ্রি ল্যান্সার। প্রতিটি ইউনিয়নে এখন সাইবার অপটিক অাছে।তিনি কৃষি ও মৎস জাত খাত উন্নতির সাথে এ অঞ্চলে প্রক্রিয়াজাত শিল্পের উপর জোর ও নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে বলে জানান। তিনি আরো বলেন ৪র্থ শিল্প বিপ্লব দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভার সভাপতি আমিনুল হক শামীম সিআইপি তার স্বাগত বক্তব্যে বলেন, ময়মনসিংহে একটি অর্থনৈতিক জোন গড়ে তোলা, ময়মনসিংহে বেক্সিমকোর একটি শিল্প প্রতিষ্টান করা, ক্ষুদ্্র উদ্যোক্তাদের জন্য বিসিক শিল্প এলাকা করা, ব্রহ্মপুত্র নদ খনন ধীর গতিতে চলছে, নদ খননের গতি বাড়ানোর দাবী জানান। শিল্প উদ্যোক্তাদের বড় দুঃখের বিষয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ময়মনসিংহ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত গেলে সময় লাগে এক ঘন্টা আর গাজীপুর থেকে ঢাকা যেতে ৩০ কিলোমিটার সময় লাগে ৩/৪ ঘন্টা। সড়ক উন্নয়নে ধীর গতি, এছাড়া সড়কের দু’পাশে অবৈধ দোকারপাট, গাড়ি পার্কিং আগামী এক মাসের মধ্যে উচ্ছেদের দাবী জানান। ব্যবসায়ী নেতা ইমরান ওমর বলেন, রাজনৈতিক বিবেচনা না বিসিক নগরীতে যেন ব্যবসায়ীদের জায়গা বরাদ্দ দেয়া হয়। নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম বলেন, ময়মনসিংহ শহরের ভয়াবহ যানজট হাফ ডজন রেলক্রসিংয়ের কারণে। অবিলম্বে রেলস্টেশন অন্যত্র সরিয়ে অথবা বিকল্প ব্যবস্থা করে যানজট নিরসনের দাবী জানান। ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, ময়মনসিংহ প্রতি বছর প্রচুর আনারস, কাঠাল, উৎপাদন হয় তা সংরক্ষনের অভাবে পচে নষ্ট হয়। এখানে ফুড প্রসেসিং প্রক্রিয়াকরনের দাবী জানান। ভালুকার এমপি কাজিম উদ্দিন ধনু বলেন, ভালূকা মিলকারাখানায় বর্জ্য পরিবেশের ক্ষতি করছে। এব্যাপারে উদ্যোগ নেয়ার দাবী জানান। নান্দাইলের এমপি আনোয়ারুল আবেদীন তুহিন বলেন ময়মনসিংহে একলাখ লোকের কর্ম সংস্থান হয়, এমন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আহবান।
এসব দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথি সালমান এফ রহমান এসব দাবীর বিষয়ে বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক নির্মাণ গাড়ি চলাললের জন্য দোকানপাট ও গাড়ি পাকিং করার জন্য নয়। প্রশাসনকে তিনি অবৈধ দোকান উচ্ছেদের জন্য বলে দিয়েছেন। সারাদেশে ১০১টি অর্থনৈতিক জোনের মধ্যে ময়মনসিংহও রয়েছে। দ্রুত করার জন্য চেষ্টা করবেন। তিনি পর্যায়ক্রমে এসব দাবী পুরণের আশ্বাস দেন।  বিশেষ অতিথি শরীফ আহমেদ এমপি প্রধানমন্ত্রীর উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন আপনার সুদৃষ্টি থাকলে এ অঞ্চলে বৃহৎ শিল্প কারখানা গড়ে উঠবে।
মেয়র ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিচ্ছিন্ন ভাবে শিল্প কারখানা গড়ে উঠছে। তিনি বৃহৎ শিল্প কারখানা গড়ে তোলার আহবান জানান।
পরে বিকেলে ময়মনসিংহ টাইন হল প্রাঙ্গণে ময়মনসিংহ সিটি করেপোরেশন আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সালমান এফ রহমান। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করেপোরেশন মেয়র ইকরামুল হক টিটু। স্থানীয় জাতীয় সংসদ সদস্য, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মেয়র ময়মনসিংহের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নাগরিক সমাবেশ চলছিল।##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার