বাংলাদেশে প্রথম ২ নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের শরীরে ‘ওমিক্রন’ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, ওই দুই নারী ক্রিকেটারের জিনোম সিকোয়েন্স করে তাদের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে তথ্য নিশ্চিত হয়েছি। তারা শারীরিকভাবে ভালো আছেন। তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আমরা তাদের পর্যবেক্ষণে রেখেছি।

দুই নারী ক্রিকেটারের করোনার ধরন ওমিক্রন নিশ্চিত করে তিনি বলেন, আফ্রিকার বাইরেও ৬৮টা দেশেও ওমিক্রন পাওয়া গেছে। ভাইরাসটি খুবই সংক্রমণ এবং দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু এর উপসর্গটা মৃদু। এই ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংবাদ আমরা পাইনি। ডেল্টা ভাইরাসের মতো ধরন। এই ভ্যারিয়েন্ট দ্বারা এখনো ক্ষতি ততটা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে ব্যবহৃত টিকাগুলো এই উপসর্গকে কিছুটা মোকাবেলা করার ক্ষমতা রাখে।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে দুবাই হয়ে দেশে ফেরে নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনাগাঁওতে ৫ দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করেন তারা। প্রথম দফার কোভিড পরীক্ষায় কেউ পজিটিভ আসেননি। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় দুজনের কোভিড পজিটিভ আসে। ৬ তারিখে করোনা পজিটিভ হওয়ার পর পাঁচদিন পর জানা গেলো তা ওমিক্রন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার