You must need to login..!
Description
এ কে খান, পাবনা থেকে ঃ বিএমটিভি নিউজঃ বাংলাদেশ সরকার এর যুগান্তকারী উদ্যোগ গৃহায়ন তহবিল। জনবান্ধব বাংলাদেশ আওয়ামীলীগ সরকার কর্তৃক দেশের প্রত্যন্ত অঞ্চলে অত্র তহবিল দ্বারা ইতিমধ্যেই গৃহহীনদেরকে এনজিও’র মাধ্যমে প্রায় পাঁচ লক্ষ গৃহ স্থাপন করা হয়েছে। বাংলাদেশের প্রায় ৬৫০টি এনজিও, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এর নেতৃত্বে গৃহায়ন তহবিলের সদস্যভূক্ত আছে। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ভবনের সভাকক্ষে মাননীয় গভর্ণর এর প্রধান অতিথিত্বে অনুষ্ঠিত সভায় ২৪টি এনজিওকে মুজিব বর্ষ উপলক্ষ্যে বিশেষ গৃহায়ন ঋণ এর চেক বিতরণ অনুষ্ঠানে এনজিও’দের পক্ষে টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমসহ গৃহায়ন তহবিল এর স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর সহ উর্দ্ধতনগণ বক্তব্য রাখেন। প্রধান অতিথি গভর্ণর ফজলে কবির সহ সংশ্লিষ্ট উর্দ্ধতনগণের বক্তব্যে ঐক্যমত্য হয় যে, পবিত্র আবেগ দ্বারা গৃহ দিলেও গৃহবাসীর জীবন যাত্রা উন্নত করার জন্য গৃহকে আয় বর্ধনমুলক খামার ও বিপণন কেন্দ্রে পরিণত করতে হবে। তবেই গৃহবাসীদের জীবনমান উন্নত করত: বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করতে হবে। এই জন্য স্থানীয় পর্যায়ে জিও এনজিও একাকার হয়ে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন সফল হবে। প্রধানমন্ত্রী, গৃহায়ন তহবিল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্ণর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে টিএমএসএস’র নির্বাহী পরিচালক গভর্ণর এর হাত থেকে মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহায়নের বিশেষ চেক গ্রহণ করেন।