ময়মনসিংহে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার বিএমটিভি নিউজঃ ভারত বাংলাদেশ এর বন্ধন যুগ যুগ ধরে। দুদেশের বন্ধন আরো মজবুত করতে ও সুষ্ঠু ধারার সাস্কৃতিক চর্চা ও বিকাশে বলিষ্ট ভুমিকা রাখবে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ । মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতা চিরস্মরনীয় হয়ে থাকবে।
আজ ১৩ ডিসেম্বর সোমবার বিকেলে নগরী মুসলিম ইনষ্টিটিউট মিলনায়তনে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস২১ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, ময়মনসিংহ জেলা শাখা কমিটি সভাপতি হারুন উর রশীদ-এর সভাপতিত্ব ও ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র দত্ত ও সাংগঠনিক সম্পাদক শর্মিলা রানী সিংহ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি।


শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বাধীন দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র সংগঠনে সাহিত্য সম্পাদক ও ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, বিশেষ অতিথির:বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামীলীগের ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ড: সামিউল আলম লিটন,বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য পরিচালনা পর্ষদ সারওয়ার জাহান, বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের কেন্দ্রীয় কমিটি-উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি সহ সাংঠনিক সম্পাদক সিন্থীয়া ইসলাম বিথী, কেন্দ্রীয় কমিটির সদস্য, মোঃ শাহীনূর আলম সানি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাক্তার তাসমিয়া জান্নাত কুন্ত, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সন্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম রনি, :স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)- ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক মোঃ আফতাব উদ্দিন, ময়মনসিংহ আর্শিয়ান ব্যান্ড এর সভাপতি নাজমুল হক লেলিন, দৈনিক নবকল্যাণ ব্যবস্থাপনা সম্পাদক কাউছার পারভেজ শাকিল। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।