প্লাস্টিক কারখানায় আগুনে ৫ জনের মৃত্যু

প্লাস্টিক কারখানায় আগুনে ৫ জনের মৃত্যু

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ   বগুড়ায় সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের প্লাস্টিক কারখানায় আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ও নওগাঁ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর বেলা পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আবদুল মালেক। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিহতরা সবাই কারখানার শ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি

LATEST POSTS