নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধার করে বাবার হাতে তুলে দিলেন ময়মনসিংহ পুলিশ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্র শিব্বির আহমেদকে উদ্ধারের পর বাবার হাতে তুলে দিয়েছে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে শিব্বিরের বাবা আব্দুল্লাহ আল ফারুকের হাতে তাকে তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
তিনি জানান, ফেসবুক স্ট্যাটাস দিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে জানার পর আমরা তাকে উদ্ধারে তৎপরতা শুরু করি। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দিনাজপুর শহরের এক ছাত্রাবাসে তার সন্ধান পাওয়া যায়।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে গতকাল সোমবার গভীর রাতে ময়মনসিংহে পৌঁছে কোতোয়ালি থানা পুলিশ। এরপর পরিবারে খবর দেওয়া হলে শিব্বিরের বাবা আব্দুল্লাহ আল ফারুক থানায় আসেন ও পরে তার কাছে শিব্বিরকে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
এর আগে, আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শিব্বির আহমেদ গত শুক্রবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হন। তা ছাড়াও তিনি কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে তার বাড়ি জামালপুর যাচ্ছেন বলে পরিবারকে ফোনে জানিয়েছিলেন। তবে শিব্বিরের দেওয়া স্ট্যাটাস দেখে পরিবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পান।
ওই দিন রাতে কোতোয়ালি মডেল থানায় জিডি করে তার পরিবার। তারপর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে খুঁজতে থাকে। অবশেষে রোববার রাতে দিনাজপুরে তার সন্ধান পায় ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শিব্বির আহমেদের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকায়। পড়াশোনার জন্য তিনি ময়মনসিংহ নগরীর মীরবাড়ি কলেজ রোড এলাকায় একটি ছাত্রাবাসে থাকতেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার