বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন
December 22, 2021
662
No Comments
You must need to login..!
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি বাংলাদেশকে এগিয়ে দেন। তার করা ওই গোলটিই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়।