You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড় দিন স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহে আচার, অনুষ্ঠান, প্রার্থনাসহ নানা আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ময়মনসিংহ শহরের ভাটি কাশরের ক্যাথলিক চার্চ ধর্ম প্রদেশ বিশপ হাউজের সাধু পেট্রিক চার্চ ও শহরের ব্যাপিস্ট চার্চ, হলি ফ্যামিলি কনভেন্ট, ব্যাপিস্ট মিশন, নর্থ বাংলাদেশ মিশন ও তাইজ ব্রাদার্স মিশন গীর্জায় খ্রিস্টযোগ ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ ধর্ম প্রদেশের বিশপ পল পনেন কুবি সিএসসি প্রার্থনা পরিচালনা করেন।
পৌষের শীত উপেক্ষা করে শনিবার সকালে ময়মনসিংহের খ্রীস্টধর্মাবলম্বীরা ময়মনসিংহের সাধু পেট্রিক গীর্জায় প্রার্থনা অনুষ্ঠানে আসতে শুরু করে। অত্যন্ত আনন্দঘন পরিবেশে খ্রিস্টান সম্প্রদায় তাদের সর্ব বৃহৎ এই ধর্মীয় উৎসব পালন করেন।
ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পল পনেন কুবি মহামারি করোনা থেকে মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে তিনি বলেন, ঘৃণা নয়, ভালবাসো, ভালবাসো সবাইকে, ভালবাসো তোমার প্রতিবেশীকে, এমনকি তোমার শক্রকেও, মানুষকে ক্ষমা করো, তাহলে তুমিও ক্ষমা পাবে। পাপীকে নয়, ঘৃণা করো পাপকে। ঈশ্বরকে ভয় করো।’ যিশুর বাণী শুনে অনেকেই আদর্শের দীক্ষা গ্রহণ করেন। আবার পথ ভ্রষ্ট পাপাচারে লিপ্তরা তার বিরোধিতা করে।
দিবসের বিকেলে ময়মনসিংহ শহরের ভাটিকাশর খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বিভাগীয় কমিশনার শফিকুর রেজা, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিষ্টার মোঃ হারুন অর রশিদ, জেলা প্রশাসক এনামুল হক, জেলা পুলিশ সুপার আহমার উজজামান কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ পরিদর্শক শাহ কামাল আকন্দ,ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর সাহা ও ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুন প্রমুখ।।
অনুষ্ঠানে মেয়র টিটু বলেন, মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু খ্রিস্টের জন্ম হয়। তিনি মানুষকে শুনিয়েছেন শান্তির বাণী ও ভালবাসার কথা। যীশু খ্রিস্টের জন্ম ও তাঁর ক্রশীয় মৃত্যুর প্রকৃত তাৎপর্য হল মানুষের পাপ কালিমা মুছে যাওয়া, সত্য জীবনযাপন করা, অন্যায় অত্যাচার বন্ধ করা, ন্যায্যতা আনায়নসহ প্রভৃতি ভাল কাজে আমাদেরকে উদ্বুদ্ধ করা। আলোচনা শেষে কেক কাটা হয। পরে মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়াও ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলবাড়িয়া, ভালুকা ও ঢাকুয়াসহ বিভিন্ন এলাকার খ্রীস্টান ধর্মাবলম্বীরা মহাসমারোহে বড়দিন পালন করেন।