ময়মনসিংহে, পাসের হার ও জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরাঃ শতভাগ পাস ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান

ময়মনসিংহে, পাসের হার ও জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরাঃ শতভাগ পাস ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান

bmtv new No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফলে মেয়েরা এগিয়ে আছে । পাস হার ও জিপিএ ৫ পেয়েছে মেয়েরা বেশী। এবার একজনও কৃতকার্য হযনি প্রতিষ্ঠান ১টি। শতভাগ পাস করেছে ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠান।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসিতে পাসের হার ৯৫.৭১। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিল ১০ হাজার ৪০ জন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম। তিনি জানান, বোর্ডের চার জেলায় ৬৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৬ হাজার ২৫০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী। বিজ্ঞান শাখা থেকে ৫ হাজার ৫৪২ জন, মানবিক শাখা থেকে ১ হাজার ৯৮৬ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ৬৬ হাজার ২৫০ জন পাসকৃতদের মধ্যে মেয়ে ৩৫ হাজার ৫৪৯ জন ও ছেলে পাস করেছে ৩৩,৬৬৮ জন। মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৪,১২৩ জন ও ছেলেরা জিপিএ ৫ পেয়েছে ৩,৫৬৪ জন।
যারা মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2021 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।
শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও সব শিক্ষা বোর্ডের রেজাল্টের ওয়েবসাইটে (www.educationboard.gov.bd) ফল জানা যাবে।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল জানান, ফলাফল প্রকাশের পরের দিন থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ ১৪-০২-২২ তারিখ হতে ২০-০২-২২ ইং পর্যন্ত মোবাইলে টেলিটক সিম এর এসএমএস এর মাধ্যমে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি টেলিটক কর্তৃক সংবাদপত্রে বিজ্ঞপ্তিও প্রকাশ করবে। নির্ধারিত সময়ের পর পুনঃনিরীক্ষার আবেদন বোর্ড কর্তৃপক্ষ গ্রহণ করবে না।