ধোবাউড়ায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানে পদ বঞ্চিতের হামলা ও ভাঙচুর

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানে পদ বঞ্চিতের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

হামলা ও ভাঙচুরের সময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, অসিম কুমার উকিল উপস্থিত ছিলেন।
রোববার দুপুরে কাউন্সিল শুরু হলেও হামলার ঘটনা ঘটে বিকেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথম অধিবেশন সফলভাবে শেষ হওয়ার পর ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা শফিউল আলম চৌধুরী নাদেল ধোবাউড়ায় উপজেলা সভাপতি হিসেবে মোজাম্মেল হোসাইনকে এবং প্রিয়তোষ বিশ্বাস বাবুলকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এর পরপরই সাধারণ সম্পাদক প্রার্থী ডেবিট রানা চিসিমের পক্ষে শ্লোগান দিয়ে বেশ কয়েকজন মঞ্চে ও মঞ্চের সামনে চেয়ার ভাঙচুর শুরু করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের সহায়তায় কেন্দ্রীয় ও জেলার নেতারা সম্মেলন স্থান ত্যাগ করেন।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল জানান, দলে অনুপ্রবেশকারী একটি গোষ্ঠী পদ না পেয়ে সফল একটি সম্মেলনে হামলা চালায়। আমার লোকদের ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।