বাউবি’র এস.এস.সি পরীক্ষা ২০২১ এর ফল প্রকাশ পাশের হার ৭৯ দশমিক ১৫

বাউবি’র এস.এস.সি পরীক্ষা ২০২১ এর ফল প্রকাশ পাশের হার ৭৯ দশমিক ১৫

February 14, 2022 226 Views

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ  বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল আজ ১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৭৯ দশমিক ১৫ । বাউবি’র এসএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৮৪,২০৪ জন । এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৬৬,৫৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চুড়ান্ত পরীক্ষায় ৩২,৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৬,০২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন A+ ৮৯৪ জন  A , ৪,০১৫ জন A-, ৮,০৬০ জন  B, ১২,৪৯৯ জন  C  এবং  ৫৪৪ জন D গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫,৫৯৩ জন ছাত্র এবং ১০৪৩৩ জন ছাত্রী । বিস্তারিত জানার জন্য  http://www.bou.ac.bd। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়। 

 

সাম্প্রতিক