ময়মনসিংহের ১৯ নারীকে বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় সম্মাননা প্রদান

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃস্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ময়মনসিংহ ১৯ জন নারী বীর মুক্তিযোদ্ধােেকে সম্মাননা প্রদান করা হয়েছে। যারা সম্মাননা পেলেন ফুলপুরের মোছাঃ ময়মনা খাতুন, মোছাঃ রেজিয়া খাতুন, ছাহেরা, মোছাঃ ছালেহা খাতুন, ময়মনসিংহ সদরের মোছাঃ রেজিয়া খাতুন, সুমিতা নাহা, জয়ন্তী রায়, রানী বালা দাস, শিরিন মমতাজ, গফরগাঁয়ের শ্রীমতি চীনু রানী দাস, মমতাজ বেগম, মুক্তাগাছার গীতা ঋষি, হালুয়াঘাটের ফাতেমা খাতুন, রুমেছা খাতুন দু:খু, আয়েশা, পয়রবি, মোছাঃ নুরজাহান বেগম, মোছাঃ জাহেরা খাতুন, রহিমা খাতুন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলো । দীর্ঘ সময় আমরা পার করেছি। আমাদের যত টুকু সম্মান দেওয়ার তার সবকিছু বঙ্গবন্ধুর পরিবার তার সন্তান তাদের মাথা থেকে আসে। তাদের হাত ধরেই হয় আপনাদেরকে নিয়ে ভাবনায় রাখি।

স্বাধীনতা অর্জনের পর মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতস্বরূপ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মত জাতীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়।

ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি, মহিলা ও শিশু বিষরক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এম.পি’র সভাপতিত্বে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা বীর মুক্তিযাদ্ধা সম্মাননা-২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বি, মহানগর আওয়ামীলীগের সভাপতি মো: এহতেশামুল আলম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌসী বেগম প্রমুখ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার