ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১০

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার সামগ্রী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে।বুধবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর বায়ড়া এলাকা থেকে জুয়ার সামগ্রীসহ সিরাজ আলীর ছেলে বাতেন (৫৫), শুক্কুর আলীর ছেলে নুরুজ্জামান (৩২) কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জয়নাল আবেদীনের ছেলে রুহুল আমীন গ্রেপ্তার করা হয়েছে ।
জিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানামূলে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন নগরীর কাঠগুলা আব্দুল খালকের ছেলে মোঃ আজজিুল ইসলাম, আঃ জব্বার ছেলে শহিদ মিয়া ।
সিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানামূলে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন নগরীর বাড়েড়া এলাকা থেকে জামাল উদ্দিনের ছেলে মোঃ মাহমুদুল হাসান,মিয়া হোসেন ছেলে মোঃ মোশারফ হোসন, আছর আলীর ছেলে মোঃ মনরিুজ্জামান মনির,চাঁন মিয়ার ছেলে হুমায়ুন কবির,শামছুদ্দিনের ছেলে মোঃ শহিদুজ্জামান ওরফে শহিদ ।
গ্রেপ্তারকৃত বুধবার বিকালে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।