কুমিল্লায় ট্রাক চাপায় ৫ জন নিহত

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া তুঁতবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার অটোরিকশাচালক জুলহাস মিয়া (৬০), অটোরিকশার যাত্রী দেবীদ্বারের সাইফুল ইসলাম (৩৩) ও আলমগীর হোসেন (২৭), বুড়িচংয়ের জহিরুল ইসলাম (৩৫) ও জালাল উদ্দিন (৩৭)। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিষেধাজ্ঞা অমান্য করে ওই মহাসড়কে তিন চাকার যানটি যাত্রী পরিবহন করে। এ মহাসড়কে তিন চাকার বাহন চলাচল নিষিদ্ধ।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আজ শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে কুমিল্লামুখী একটি অটোরিকশা যাত্রী নিয়ে ময়নামতি সেনানিবাস এলাকায় যাচ্ছিল। অটোরিকশাটি বুড়িচং উপজেলার সিন্দুরিয়াপাড়া এলাকায় আসামাত্র পেছন দিক থেকে একটি ড্রাম ট্রাক প্রথমে ধাক্কা ও পরে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। তিনি বলেন, এ ঘটনায় আহত হন দুজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে ট্রাকটি আটক করা হয়েছে। লাশ থানায় নেওয়া হয়েছে।

ওসি বেলাল উদ্দিন বলেন, এ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেক ভোরে যাত্রী পারাপার করতে গিয়ে পাঁচজনের প্রাণ গেল।

 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার