ফুলবাড়ীয়ায় দোকানের ভেতর আগুনে পুড়ে মরলো কিশোর

image

You must need to login..!

Description

ফুলবাড়ীয়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃবিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া বাজার হাজী রোডস্থ শহিদুলের ফলের দোকানে আগুনে পুড়ে মারা গেছে আবু রায়হান (১৬) নামের এক কিশোর। রবিবার ভোররাত ৩টার দিকে পৌরসদরের এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রায়হান একই উপজেলার বাক্তা গ্রামের রজব আলীরপুত্র।

স্থানীয়রা জানান, বাজারে রাতের ডিউটিরত নিরাপত্তাকর্মীরা রাত ৩টার দিকে হঠাৎ হাজী রোডের শহিদুলের ফলের দোকানে আগুনের লেলিহান দেখতে পায়। তাদের ডাকচিৎকারে অন্য দোকান ও বাসার লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভেতরে গিয়ে ঘুমন্ত অবস্থায় এক কিশোরকে দেখতে পায় ফায়ার সার্ভিসকর্মীরা। এতে প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশ লাশউদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রায়হান দোকান মালিকের শ্যালক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. শাহজাহান মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রচুর ধোয়া দেখতে পাই, দোকান তালাবদ্ধ অবস্থায় পেয়েতা ভেঙ্গে ভেতরে প্রবেশ করি তখনও ধোয়ায় আচ্ছন্ন ছিল। ফলের দোকানে অনেকপ্লাস্টিক থাকায় সেগুলো পুড়েএমন ধোয়া হয়েছে। প্লাস্টিকের ঝুড়ি সড়িয়ে ছেলেকে মৃতঅবস্থায় পাই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।