
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ ‘সংসারটা শিলার বাবা-মা নষ্ট করে দিলো, কলিজার টুকরাকেও কেড়ে নিলো ওরা’। মৃত্যুর আগে সুইসাইড নোটে এমনটাই লিখে বিষপান করেন আল-আমীন। স্ত্রী-সন্তান নিয়ে ভালোই কাটছিল আল আমীনের দিন। হঠাৎ সুখের সংসারে নেমে এলো অন্ধকার। ভেঙে গেল স্বামী-স্ত্রীর সংসার। বয়স কম হওয়ায় মায়ের কাছে থাকছিল সন্তান। একমাত্র সন্তানকে কাছে রাখতে না পারায় হতাশায় ভুগছিলেন আল আমীন। আর হতাশা থেকেই করেন আত্মহত্যা।
৪০ বছর বয়সী আল আমীন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল খানের বড় ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক পাস করেন। গত শুক্রবার রাতে বিষপান করেন তিনি। শনিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।
মৃত্যুর আগে ভাইকে উদ্দেশ্য করে লিখে গেলেন একটি চিরকুটও। চিরকুটে নিজের সাজানো সংসারটি নষ্ট করার পেছনে যারা রয়েছেন তাদের নামও উল্লেখ করে গেছেন আল আমীন। লিখেছেন, ‘সংসারটা শিলার বাবা-মা নষ্ট করে দিলো, আমার কলিজার টুকরাকেও নিয়ে গেল ওরা’।
স্বজনরা জানান, একই উপজেলার দেওপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে শিলাকে বিয়ে করেছিলেন আল আমীন। সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাদের ঘরে আশরাফুল নামে দুই বছরের একটি ফুটফুটে ছেলে সন্তান রয়েছে। তবে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে কাছে রাখতে না পারায় হতাশায় ভুগছিলেন তিনি। এ হতাশা থেকে বিষপান করেন। জানা গেছে, বিষপানের পর আল আমীনকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে তিনি মারা যান।
বিষপান করার আগে নিজের ছোট ভাই মাহমুদকে উদ্দেশ্য করে একটি চিরকুট লিখে যান আল আমীন। চিরকুটে তিনি উল্লেখ করেন ‘ভাই আমার জীবন আর চালাই নিতে পারছি নারে। প্রতিটি মুহূর্ত যন্ত্রণার। মাহমুদ অনেক ভালোবাসি ভাই তোকে। আমাকে মাফ করে দিস। আমার সংসারটা শিলার বাবা, মা আর ভাই নাহিদ নষ্ট করে দিছে। আমার কলিজার টুকরাকেও নিয়ে গেছে ওরা। ভাই প্রতিদিনের এই যন্ত্রণা, কষ্ট থেকে মুক্তির এটা ছাড়া উপায় ছিল না। ভাই আমার অসহায়ত্ব আর চোখের পানিও ওদের কাছে হাসি তামাশার মনে হয়েছে। ভাই বাবুকে দেখে রাখিস। আর পারলাম না ভাই। একটু একটু করে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। তাও যন্ত্রণা থেকে মুক্তি পাবো। আব্বা-মাকে মাফ করে দিতে বইলো ভাই। আল আমীন ১৭/২/২২।’ এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।