নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃরাজধানীর নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটের বইয়ের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস বলছে, দোকানগুলো ঘিঞ্জি। এই মার্কেটে অগ্নিনির্বাপণ যন্ত্র অপ্রতুল। এ কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সায়েন্সল্যাব থেকে আজিমপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় সড়ক বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, রাত ৭টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ও পরে আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে তারা জানান, মার্কেটের লাভলী হোটেল থেকে আগুন বইয়ের দোকানে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে সেখানে আগুন লাগে।