ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০

bmtv new No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালি্য়ে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ১০ জন আসামীকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ)তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতয়ালীর দাপুনিয়া বাজার হতে অপহরন পুরাতন মামলার আসামী কাতলাসেন, ঠুসপাড়ার সিয়াম(১৯)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ)মাহফুজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার বলাশপুর আবাসন এলাকা হতে চুরি পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী বলাশপুর আবাসনের কাজল(২৪)’কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ)উজ্জল সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতুয়ালীর পাটগুদাম এলাকা হতে স্থানীয় লোকজন কর্তৃক চুরি মামলার আসামী চক শাকচূড়ার (বেপারীবাড়ী টানপাড়া), রুহুল আমিন(৪০)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ)মানিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতয়ালীর পাটগুদাম র‌্যালীর মোড় হতে নিয়মিত মামলার আসামী তারাকান্দা, নতুন বাজার ডেওহাতলীর, মিজানুর রহমান (৪৫)কে গ্রেফতার করেন।

এ ছাড়াও এসআই(নিঃ)ফারুক আহম্মেদ, এসআই (নিঃ) আশিকুল হাসান, এএসআই (নিঃ) হুমায়ুন, এএসআই (নিঃ)ইলিয়াছি খান, এএসআই (নিঃ) নিজাম উদ্দিন, এএসআই(নিঃ)মনিরুজ্জামান’গন জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২জন এবং সিআর সাজা পরোয়ানায় ০১জন এবং সিআর গ্রেফতারী পরোয়ানায় ০৩জন সহ মোট ০৬জন পরোয়ানাভূক্ত আসামীদের গ্রেফতার করেন। জিআর পরোয়ানায় হলেন, মাসুদ রানা, মোঃ মুসা মিয়া।

সিআর পরোয়ানায় ৩জন হলেন মোঃ আতাহার আলী আকন্দ, সাফিয়া খাতুন, মোঃ মুন্না মিয়া। সিআর সাজা পরোয়ানায় ০১জন হলেন কোতোয়ালী থানার হারটির মশিউর রহমান (রিংকু)।

গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।