বিএমটিভি নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশের জন্য চূড়ান্ত হওয়া ১০ জনের নাম নিয়ে বঙ্গভবনে গেছেন অনুসন্ধান কমিটির সদস্যরা। সেখানে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নাম জমা দেয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন সার্চ কমিটি।