ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে স্থল, আকাশ ও নৌপথে হামলা চালায় রাশিয়ার সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো একটি দেশে আরেকটি দেশের এত বড় হামলা এই প্রথম। এদিকে বিদ্যমান পরিস্থিতিতে ইউক্রেনে অবস্থানরত ভারতীয়দের স্বজনদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সেখানে অবস্থানরতদের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

পাঞ্জাবের স্কুলশিক্ষক সুকানিয়া ভাটিয়া হিন্দুস্তান টাইমসকে জানান, তার কন্যা ভানবি ভাটিয়া ইউক্রেনের একটি মেডিকেল কলেজে এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মেয়ে ফিরতে না পারায় তিনি চিন্তিত। তবে তিনি মেয়ের সঙ্গে সবসময় ভিডিও কলে যোগাযোগ রক্ষা করছেন।

তিনি বলেন, আমরা আসলে জানি না আমাদের মেয়ের সঙ্গে কী ঘটবে। টিভিতে আমরা ইউক্রেনের পরিস্থিতি দেখছি। সে দেশের সরকার জরুরি অবস্থা জারি করেছে। সেখানে থাকা শিক্ষার্থীরা কীভাবে দেশে ফিরবে সে বিষয়ে পরিষ্কারভাবে কিছুই বলা হচ্ছে না। সব ফ্লাইট বাতিল হয়ে গেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় নাগরিক আছেন। তার মধ্যে বহু ছাত্র রয়েছে। তাদেরই প্রথমে উদ্ধারের চেষ্টা চালানো হয়েছিল। ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু করা হয়েছে। পূর্ব ইউক্রেন থেকে সমস্ত ভারতীয়দের দেশের অন্য শহরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।