ময়মনসিংহ কোতোয়ালী থানার এসআই তানজিল স্টোক করে মারা গেছেন

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সাব ইন্সপেক্টর, ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের বিট অফিসার, তানজিল আল আসাদ (৪৮) স্টোক করে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে ময়মনসিংহে গ্রেফতারি পরোয়ানা নিয়ে অভিযান চালাতে গিয়ে অসুস্থ হন তিনি।

ওই পুলিশ কর্মকর্তার নাম তানজিল আল আসাদ (৪৮)। তিনি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন। শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে অভিযানে যান উপ-পরিদর্শক আসাদ। সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ওসি আরও বলেন, এসআই আসাদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার গ্রামের বাড়ি গাজীপুরে। তার বাবার নাম নুরুল হক প্রধান। রাতেই মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তার মৃত্যুতে আমরা কোতোয়ালি থানা পুলিশ গভীর শোকাহত।