রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহবান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির

রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহবান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যুদ্ধের অবসানে আলোচনায় আসার আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, যত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে, রাশিয়ার ক্ষয়ক্ষতি তত কম হবে।

‘গতকালের মতো আজও আমরা সম্পূর্ণ একাই আমাদের দেশকে রক্ষায় লড়াই করছি। আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিরা দূরে বসে তা দেখছে’, অভিযোগ করেন তিনি।

নিজেদেরকে সম্পূর্ণ একা দাবি করে পশ্চিমা বিশের কাছে সাহায্যের আবেদন জানান তিনি। তবে আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।আরোপিত নিষেধাজ্ঞায় রাশিয়ার কিছু আসে যায় না মন্তব্য করে তিনি বলেন, ইউক্রেনের আকাশে ও মাটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এসব যথেষ্ট নয়।

এদিকে শুক্রবার ভোরে রাজধানী কিয়েভে যেসব মিসাইল হামলার খবর গণমাধ্যমে এসেছে সেগুলো নিশ্চিত করে জেলেনস্কি বলেন, বেসামরিক নাগরিকদের কোনো ক্ষতি করা হবে না বললেও, রাশিয়া সামরিক ও বেসামরিক উভয় এলাকাতেই আক্রমণ চালাচ্ছে।