ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেবে বৃটেন ও ২৫টি দেশ

ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেবে বৃটেন ও ২৫টি দেশ

February 26, 2022 414 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ ইউক্রেনকে আরো মানবিক অথবা প্রাণঘাতী অস্ত্র সহায়তা দেবে বৃটেন ও অন্য ২৫টি দেশ। বৃটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপ্পে বিবিসি রেডিও ৪’কে এ কথা বলেছেন। তিনি বলেছেন, কিভাবে এসব সামরিক সহায়তা পৌঁছে দেয়া যায় এবং তা ইউক্রেনিয়ানদের হাতে যায়, তা নির্ধারণ করতে এসব দেশগুলোর সঙ্গে সমন্বয়ের কাজ চলছে এখন। তিনি আরও বলেছেন, ক্রেমলিন হয়তো বুঝতে পেরেছিল ইউক্রেনে কঠোর প্রতিরোধের মুখে পড়তে হবে তাদেরকে, যা এখন তারা মোকাবিলা করছে। এটাও তারা মেনে নিয়েছিল যে, ইউক্রেনিয়ানদের ওপর বোমা হামলা করলে তার ঝুঁকিটা হবে অনেক ভারি। এ ছাড়া ব্যাংকিং ব্যবস্থায় অর্থ স্থানান্তরের সহজতম ব্যবস্থা সুইফট ব্যবহারে রাশিয়াকে নিষিদ্ধ করার জন্য অন্য দেশগুলোর সঙ্গে বৃটেনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, এ বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিতে পারে না বৃটেন। তবে বৃটেনের অবস্থান পরিষ্কার।

সাম্প্রতিক